Soft Skills

Professional Networking

  • Publish by: Nazar E Zilani
  • Publish date: July 01, 2025
Professional Networking

তোমার নিজের যোগ্যতা না থাকলে অযথা অন্যএর পিছনে ঘ্যান ঘ্যান করে ঘুরলেও কেউ পাত্তা দিবে না। পড়াশুনা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা অর্জন করে নিজেকে তৈরি করলে চারিদিকে মানুষের অভাব হবে না।

"তুমি নিজের গায়ে গুড় মাখালে অনেক মাছি এসে পড়বে। মধু মাখালে ভ্রমরের অভাব হবে না। শুকনা হাড্ডি কোন জন্তু জানোয়ারও পছন্দ করে না।"

- Nazar E Zilani

নেট ওয়ার্কিয়ের নামে মানুষের ভিজিটিং কার্ড জোগাড় করে, সেলফি তুলে সময় অপচয় করো না।
Networking is worth working when you have required Skills. Skills plus Network produces synergism. Else wastage of time.
অনুনয় করে সম্পর্ক হয় না।
দুনিয়া স্বার্থের রংগীন জরিন ফিতায় বাধা।
তুমি নিজের গায়ে গুড় মাখালে অনেক মাছি এসে পড়বে। মধু মাখালে ভ্রমরের অভাব হবে না।
শুকনা হাড্ডি কোন জন্তু জানোয়ারও পছন্দ করে না।
নিজের দিকে তাকায়ে দেখো নিজে কি শুকনা হাড্ডি কি না।
তোমার যোগ্যতা, দক্ষতা না থাকলে মানুষের সাথে ঘষলে স্পর্শচুম্বক হয়ে যাবে না! নিজেকেই চুম্বক হতে হবে, দক্ষতা অর্জন করতে হবে।
সম্পর্ক চাইলে গুড়, মধু, মাংস লাগাও তাহলে মাছি, ভ্রমর, জন্তু জানোয়ার সব এমনিতেই হাজির হবে।
Value Add করে নিজেকে সন্মানিত করো।
কাউকে দুইবার ফোন করো না।
ঘন ঘন মেসেজও দিও না।
যদি কেউ উত্তর দিতে চায় বা সাড়া দিতে চায় তাহলে সময় ঠিকই বের করে নিতে পারবে।
কাউকে থাকার জন্য একবারের বেশী বলো না।
তাকে যাওয়ার জন্য দ্বিতীয় সুযোগ দিও না। প্রথমেই চলে যাক।
থাকতে চাইলে সে সুযোগ করে নেবে। নইলে অজুহাত অগণিত।
বিষয়টা কঠিন, তবে তোমার অন্তরাত্মাকে বাঁচাতে হলে এ ছাড়া তরিকা নাই।